এবার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর, আবদুল কালামের ছবি! RBI-এর পরিকল্পনায় জল্পনা।

Indian Notes: ভারতীয় ব্যাঙ্ক নোটের ক্ষেত্রে কি তবে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে? এখনও নিঃসন্দেহ না হওয়া গেলেও জোর জল্পনা চলছে, যে নতুন নোট ইস্য করতে চলেছে RBI। এই নোটে থাকবে বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এছাড়া কিছু নোটে জায়গা পাবেন মিসাইল ম্যান এপিজে আবদুল কালামও। RBI শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে তা ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থান পাবে।


                               হাইলাইটস

RBI-এর তরফে এই নোটগুলি ইস্যু করা হয়
বাজারে আসতে পারে নতুন নোট
ভারতীয় নোটে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি
Indian Note: বর্তমানে দেশজুড়ে যে নোটগুলি প্রচলিত রয়েছে, তাতে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। RBI-এর তরফে এই নোটগুলি ইস্যু করা হয়। তবে এবার জোর জল্পনা উঠেছে, বাজারে আসতে পারে নতুন নোট। যেখানে এমন কিছু ব্যক্তির ছবি থাকবে। যাদের আগে কখনও ভারতীয় নোটে দেখা যায়নি।

একাধিক রিপোর্টে সূত্রের মারফৎ দাবি করা হয়েছে, অর্থ মন্ত্রক ও Reserve Bank of India বেশ কয়েকটি নোটের নতুন সিরিজে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার ব্যবহার করতে চলেছে। এরফলে যে বর্তমান একই রকম নোট রয়েছে, তাতে বদল আসবে।

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার অন্যতম সেরা আইকন। অন্যদিকে, দেশের 11 তম রাষ্ট্রপতি, এপিজে আবদুল কালাম নিজে মিসাইল ম্যান নামেও পরিচিত ছিলেন। তাঁরা দুজনেই ভারতের অন্যতম আইকন ও গর্ব।

                     কেন এমন পরিকল্পনা?

অনেকেই ভাবছেন, কেন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে নোটে একাধিক ব্যক্তির ওয়াটার মার্ক ব্যবহারের জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে বলে দাবি। আমেরিকার কথাই যদি ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে তাঁদের মুদ্রা ডলারের বিভিন্ন মূল্যের নোটে ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন-এর মতো একাধিক ব্যক্তিকে পাওয়া যাবে।
সূত্রের মারফৎ খবর, RBI এবং Security Printing and Minting Corporation of India (SPMCIL) আইআইটি-দিল্লির অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ওয়াটারমার্কের দুটি আলাদা আলাদা ওয়াটারমার্কের নমুনা পাঠিয়েছে। এর মধ্যে থেকে বেছে নেওয়ার পর সরকার চূড়ান্ত পদক্ষেপ নেবে। এই অধ্যাপক শাহানি হলেন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টেশনে বিশেষজ্ঞ। চলতি বছরের জানুয়ারিতে তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, 2020 সালেই RBI-এর একটি অভ্যন্তরীণ কমিটি নিজেদের সুপারিশে জানিয়েছিল, মহত্মা গান্ধী ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ও আবদুল কালামের ওয়াটার মার্ক ফটো নোটে ব্যবহার করা উচিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পারিশ্রমিকের দিক থেকে বলিউড তারকাদের কেউ টেক্কা দেয় ভারতের এই 6 ইউটিউবার, প্রতি মাসে আয় করেন।

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল, বিবৃতিতে জানিয়ে দিল সিবিআই।।

ব্রেইন কন্ট্রোল করা যাবে ইনফ্রারেড লাইটের মাধ্যমে! চমকপ্রদ টেকনোলজি আবিষ্কার বিজ্ঞানীমহলের

【এক ঝটকায় দেশের কয়েক কোটি মানুষ পথে বসতে চলেছে।।】

কানাডিয়ান নেতৃত্ব বিতর্ক প্রার্থীদের মধ্যে ব্যাপক বিটকয়েন অজ্ঞতা প্রকাশ করে

6G: মানবদেহেই লাগানো হবে সিম কার্ড ও চিপ! ২০৩০ সালের মধ্যে চালু হবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি

৪৫ বছর আগে পৃথিবীতে ৭২ সেকেন্ডের একটি সংকেত পাঠিয়েছিল এলিয়েনরা, অবশেষে সেই রহস্যের উন্মোচন করল বিজ্ঞানীরা

মহাবিশ্বে ‘অস্বাভাবিক কিছু’ ঘটছে, বলছে নাসা।