পোস্টগুলি

#Brakingnews লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এবার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর, আবদুল কালামের ছবি! RBI-এর পরিকল্পনায় জল্পনা।

ছবি
Indian Notes: ভারতীয় ব্যাঙ্ক নোটের ক্ষেত্রে কি তবে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে? এখনও নিঃসন্দেহ না হওয়া গেলেও জোর জল্পনা চলছে, যে নতুন নোট ইস্য করতে চলেছে RBI। এই নোটে থাকবে বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এছাড়া কিছু নোটে জায়গা পাবেন মিসাইল ম্যান এপিজে আবদুল কালামও। RBI শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে তা ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থান পাবে।                                 হাইলাইটস • RBI-এর তরফে এই নোটগুলি ইস্যু করা হয় • বাজারে আসতে পারে নতুন নোট • ভারতীয় নোটে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি Indian Note: বর্তমানে দেশজুড়ে যে নোটগুলি প্রচলিত রয়েছে, তাতে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। RBI-এর তরফে এই নোটগুলি ইস্যু করা হয়। তবে এবার জোর জল্পনা উঠেছে, বাজারে আসতে পারে নতুন নোট। যেখানে এমন কিছু ব্যক্তির ছবি থাকবে। যাদের আগে কখনও ভারতীয় নোটে দেখা যায়নি। একাধিক রিপোর্টে সূত্রের মারফৎ দাবি করা হয়েছে, অর্থ মন্ত্রক ও Reserve Bank of India বেশ কয়েকটি নোটের নতুন সিরিজে রবীন্দ্রনাথ ঠা...