【এক ঝটকায় দেশের কয়েক কোটি মানুষ পথে বসতে চলেছে।।】

দেশে যখনই দাঙ্গা হবে,, সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া শুরু করে দিন।। দেখবেন কোনো না কোনো একটা কেলেঙ্কারি হতে চলেছে।। 

CNBC চ্যানেলে একটা ছোট্ট খবর পরিবেশন করা হয়েছে,, অধিকাংশ মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে,, অন্যান্য চ্যানেলে এই বিষয়টি সম্বন্ধে কোনো আলোচনা নেই-----

24 শে ফেব্রুয়ারি 2022 সালে LIC (ভারতীয় জীবন বীমা নিগম) এর মোট ভ্যালুয়েশন দেখানো হয়েছিল 16 লাখ কোটি ইন্ডিয়ান রুপিজ।। 

এরপর 13 ই এপ্রিল 2022 সালে LIC কম্পানীর মোট ভ্যালুয়েশন দেখানো হয় 11 লাখ কোটি রুপিজ।। 

আজ,, 21 শে এপ্রিল 2022 এ দেখলাম LIC কম্পানীর সর্বমোট ভ্যালু দেখানো হয়েছে - 6 লাখ কোটি রুপিজ।। 

বহুদিন থেকেই কানাঘুষা চলছে,, LIC আম্বানিকে উপহার হিসেবে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।। 

আম্বানির নিজস্ব চ্যানেল CNBC এর খবর অনুযায়ী LIC এর মার্কেট ভ্যালু মাত্র 6 লাখ কোটি।। 

মাত্র 2 মাস আগে যে কম্পানীর ভ্যালু 16 লাখ কোটি ছিলো,, সেই কম্পানীর ভ্যালু 2 মাসের মধ্যে 10 লাখ কোটি কমে গিয়ে,, মাত্র 6 লাখ কোটিতে নেমে এলো কিভাবে ?? 
 
জনগণকে বুলডোজারের খেলায় মাতিয়ে রেখে,, সরকার LIC এর মার্কেট ভ্যালু কমিয়ে দিতে চলেছে।। 

কয়েকদিন পর মার্কেট ভ্যালু 1 অথবা 2 লাখ কোটিতে নামিয়ে দেওয়া হবে,, তারপর টুককরে আম্বানি বাবু,, 26 লক্ষ কোটির কম্পানী,, 1/2 কোটিতে পকেটে ঢুকিয়ে নেবে।। 

LIC বিক্রি হয়ে যাওয়ার চান্স 99.9% রয়েছে।। 
Collected

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পারিশ্রমিকের দিক থেকে বলিউড তারকাদের কেউ টেক্কা দেয় ভারতের এই 6 ইউটিউবার, প্রতি মাসে আয় করেন।

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল, বিবৃতিতে জানিয়ে দিল সিবিআই।।

এবার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর, আবদুল কালামের ছবি! RBI-এর পরিকল্পনায় জল্পনা।

ব্রেইন কন্ট্রোল করা যাবে ইনফ্রারেড লাইটের মাধ্যমে! চমকপ্রদ টেকনোলজি আবিষ্কার বিজ্ঞানীমহলের

কানাডিয়ান নেতৃত্ব বিতর্ক প্রার্থীদের মধ্যে ব্যাপক বিটকয়েন অজ্ঞতা প্রকাশ করে

6G: মানবদেহেই লাগানো হবে সিম কার্ড ও চিপ! ২০৩০ সালের মধ্যে চালু হবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি

৪৫ বছর আগে পৃথিবীতে ৭২ সেকেন্ডের একটি সংকেত পাঠিয়েছিল এলিয়েনরা, অবশেষে সেই রহস্যের উন্মোচন করল বিজ্ঞানীরা

মহাবিশ্বে ‘অস্বাভাবিক কিছু’ ঘটছে, বলছে নাসা।