[কথাগুলো কাল্পনিক তবে আবেগ টা বাস্তব] KK supermacy is never ending......
কি সবাই খুব কাঁদছিস ? মন খারাপ সবার? আমাকে আর দেখতে পাবি না সামনে আর নতুন গান গাইব না এগুলো ভাবছিস??? 
কষ্ট পাস নারে তোরা কষ্ট পেলে আমি কিভাবে শান্তি পাবো বল।কাল তোদের সবাইকে Aashayein গানটা শোনানোর সময়  কি বললাম আমি কোনোদিন গান শিখিনি bathroom singer ছিলাম কিন্তু আজ এই সাধারণ Krishnakumar Kunnat কে KK বানালি তো তোরাই। জীবনে কিছু impossible ভাববি না শুধু ভালোবাস ভালোবেসে কাজ টা চালিয়ে যা আর স্বপ্ন বড়ো দেখবি and be a dream chaser.।Tadap Tadap গান থেকে আজকের India wale ,Tu jo mila, Sadak 2 এর Shukriya সব তো তোদের জন্য।।তোরা  কাঁদলে ভেঙ্গে পড়লে আমি কিভাবে বাঁচব বলতে পারিস !! কি অবাক হচ্ছিস ভাবছিস সত্যি যদি বেঁচে  উঠতাম ! ওরে আমাকে  মারা ভগবানের ও সাধ্য নেই উনি তো শুধু আমার দেহটাকে বিলীন করেছেন  কিন্তু তোদের মনে আমি যে নিজের গানের আত্মা কে তৈরি  করেছি তাকে মারবে  কার সাধ্যি !! যতদিন তোরা থাকবি  আমার গানেই আমি বেঁচে থাকব তোদের  মধ্যে।জানিস এই গরমে কাল খুব কষ্ট হচ্ছিল  সব গান শেষে পুরোটা পারলাম না শোনাতে তোরা এর জন্য আমার ওপর অভিমান করিস না আবার।।তোরা  সবাই আমাকে এতগুলো বছর ধরে  যে ভালোবাসা দিয়েছিস সেটাই আমার জীবনের শ্রেষ্ট প্রাপ্তি শ্রেষ্ট পুরষ্কার।। আমার  সাথে তোরাও যখন চিল্লে গাইছিলি Ankho mein teri ajab si ajab si aday hai... আবার গাইছিলি Tuhi meri shab hai subhah hai tuhi din mera আমার মুখের হাসি টা তোরা দেখেছিলিস কিনা জানিনা কিন্তু আমি কষ্ট টা বুঝতেই পারছিলাম না।।আরে তোরাই তো  আমাকে বাঁচিয়ে রাখবি।। বন্ধুদের সাথে যখন party korbi বলবি...bigde duniya bigde bhi do jhagre duniya jhagre  bhi do lare jo duniya larne bhi do hum apne dhun pe gaye....যখন বন্ধু অভিমান করবে তার  পাশে  গিয়ে কাঁধে হাত রেখে বলবি Yaaron dosti badi hi haseen hai ye na ho toh kya phir bolo yeh zindagi hai যখন ভালোবাসবি বলবি Zara si dil mein de jagah tuuu ভালোবাসে প্রেমিকা কে বলবি ...jo bhi jitne pal jiuu unhe tere sang jiuu...মন খারাপ হলে Beetein lamhe শুনিস নয়তো Piya aay na দেখ তোদের প্রত্যেকটা আবেগে আমি বেঁচে আছি।। এবার যখনি আমার  কথা ভাববি Ab to forever চালিয়ে নাচ করবি।। শুধু বৌ টার জন্য খারাপ লাগছে শেষ নিঃশ্বাস টা ওর কোলে মাথা রেখে  নেওয়া হল না।।সারাটা জীবন আমাকে আগলে রেখেছে  She is my “Pehla pyaar”..যাই হোক আমার সন্তানরা আমার বন্ধুরা সবাই খুব কষ্ট পাচ্ছে জানি কিন্তু বিশ্বাস কর আমি চাইনি এভাবে ফাঁকি  দিয়ে চলে যেতে তবে  ওই ওপর থেকে director বললেন আমার জীবনের নাট্যমঞ্চে পাঠ  এই পর্যন্ত।তাই তোদের সবার জন্য গেয়ে গেলাম জীবনের  শেষ গান “Hum rahen yahan nah rahen kal; kal yaad ayenge yeh pal; pal yeh hai pyar ke pal; chal aa mere sang chal ;chal sochen kya; choti si hai zindagi ;kal mil jaye toh hogi khushnaseebi....” আর কাঁদিস না তোরা কাল সারারাত ঘুমাস নি কেউ; এভাবে চললে স্বপ্নগুলো তোদের পূরণ করবি কিভাবে শরীর খারাপ হবে তো। তখন আমার তোদেরকে শেখানো সবকিছু ব্যর্থ হয়ে  যাবে আর সেদিন সত্যি আমি মরে যাব।। তোরাই বল এটা হোক তোরা কি চাস্!আমি জানি তোরা চাস না তোরা যে আমায় খুব ভালোবাসিস।। যা এবার মন দিয়ে নিজেদের কাজ কর আর কি বলেছি কি হতে!? হ্যাঁ dream chaser.. তার আগে একটু rest নিয়ে নে আর এবার হাসি মুখে আমাকে বিদায় জানা। সবাই গা আমার সাথে “Zindagi do pal ki zindagi do pal ki intezaar kab tak hum karenge bhala tumhe pyaar kab taak nah karenge bhala zindagi do pal ki.......”
Alvidaaa......dost.....bohot sara pyaarrr.... Love you alll ..... তোরা আমাকে অমর করে দিলি 
[কথাগুলো কাল্পনিক তবে আবেগ টা বাস্তব ]
KK supermacy is never ending...... 
.
.
.
#collected
  
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for appreciate me