পোস্টগুলি

৪৫ বছর আগে পৃথিবীতে ৭২ সেকেন্ডের একটি সংকেত পাঠিয়েছিল এলিয়েনরা, অবশেষে সেই রহস্যের উন্মোচন করল বিজ্ঞানীরা

ছবি
আজ থেকে প্রায় অর্ধশতক আগে অর্থাৎ ১৯৭৭ সালের ১৫ আগস্ট মহাজাগতিক বিশ্ব থেকে একটি এলিয়েন বার্তা এসে পৌঁছায় পৃথিবীতে। ঘটনা জুড়ে বেশ হইচই পড়ে যায় সেই সময়। পরবর্তীকালে অবশ্য জানা গিয়েছিল যে, ওই বার্তাটি মাত্র ৭২ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তবে এই বার্তা ধরা পড়ে বিগ ইয়ার রেডিও টেলিস্কোপে। আর বার্তা পাওয়ার পরই একদম হুলস্থূল কান্ড ঘটে যায় বিজ্ঞানীমহলে, এরপর সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী সেই বার্তার উৎস স্থলের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন।   এরপর কেটে গিয়েছে ৪৫ টা বছর, দীর্ঘ এই সময়ে মহাজাগতিক বার্তার ওপর গভীর গবেষণা চলে সারা পৃথিবী জুড়ে। তবে এতদিনে নাকি তারা জানতে পেরেছেন সেই বার্তার উৎসস্থল। এমনকি ওই বার্তাকে চিহ্নিতও করেছেন তারা! অদ্ভুত সেই সিগন্যালকে “Wow” হিসেবে চিহ্নিত করেছেন তারা। এমনকি ওই বার্তাটির ফ্রিকোয়েন্সিও খুঁজে বের করতে পেরেছেন বলে খবর। বিজ্ঞানী মহলের অবশ্য দাবি যে, এই সৌরজগতের থেকে নয় এই বার্তার আগমন ঘটেছে দূরের কোনো নক্ষত্রপুঞ্জ থেকে। এছাড়া এই সংক্রান্ত গবেষণাও শুরু হয়ে যায় পুরোদমে। জানা যাচ্ছে সেখানে এই বার্তার উৎস সম্পর্কের কিছু ধারণা পাওয়া গেছে। তব...

সূর্যের বিস্ফোরণেই ধ্বংস হতে পারে পৃথিবী! নির্দিষ্ট তারিখও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা।

ছবি
প্রত্যেকটি শুরুরই একটা শেষ থাকেই। ঠিক সেভাবেই এই জগতের প্রতিটি জিনিসই হয় ক্ষয়িষ্ণু। এমনকি, আমাদের বিশ্বও তার ব্যতিক্রম নয়। সূর্যের এই গ্রহে আমাদের বাসস্থান হলেও একদিন শেষ হবে বিশ্বের আয়ু। আর বর্তমানে পৃথিবী কবে ধ্বংসের পথে এগোবে হবে সেই উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। মূলত, বহুদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিলেন বিজ্ঞানীরা। এবার এই বহুকাঙ্খিত প্রশ্নের উত্তর পাওয়া গেছে বলে মনে করছেন তাঁরা। যদিও, এর আগে অনেক ভবিষ্যদ্বাণী করা হলেও কিন্তু পরে সেগুলি ভুল বলে প্রমাণিত হয়। তবে সম্প্রতি, বিজ্ঞানীরা পৃথিবীর আয়ু শেষ হওয়ার আসল তারিখ ও কারণ খুঁজে বের করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে যে, প্রকৃতপক্ষে সূর্যের কারণেই শেষ হয়ে যাবে বলে পৃথিবী। ৫ বিলিয়ন বছর পর সূর্যে বিস্ফোরণ ঘটবে: ইতিমধ্যেই দ্য মিররের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, বিজ্ঞানীরা দাবি করেছেন, সূর্যের কারণেই পৃথিবী শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা অনুমান করছেন, সূর্যের এক ভয়ঙ্কর বিস্ফোরণের জেরেই পুরো মহাবিশ্ব পুড়ে ছাই হয়ে যাবে। ওই মিডিয়া রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, সূর্য এখনও তার যৌব...

কানাডিয়ান নেতৃত্ব বিতর্ক প্রার্থীদের মধ্যে ব্যাপক বিটকয়েন অজ্ঞতা প্রকাশ করে

ছবি
কানাডার কনজারভেটিভ পার্টির রাজনৈতিক আশাবাদীরা বেশিরভাগই বিটকয়েন এবং ক্রিপ্টোর সূক্ষ্মতা সম্পর্কে বোঝার অভাব প্রদর্শন করে। কানাডার কনজারভেটিভ পার্টি 11 মে এডমন্টনে একটি নেতৃত্ব বিতর্কের আয়োজন করে, যেখানে ছয়জন আশাবাদীদের দ্বারা আলোচিত অনেক বিষয়ের মধ্যে বিটকয়েন ছিল। অর্থের সমস্যা মোকাবেলা করে, পিয়েরে পোইলিভরে বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে জীবনযাত্রার সংকট মোকাবেলার বিষয়ে তার বর্তমান ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলেমকে প্রতিস্থাপন করবেন। “ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর নিজেকে এই সরকারের এটিএম মেশিন হওয়ার অনুমতি দিয়েছেন। এবং তাই, আমি তাকে একজন নতুন গভর্নর দিয়ে স্থলাভিষিক্ত করব যিনি আমাদের নিম্ন মুদ্রাস্ফীতির আদেশ পুনর্বহাল করবেন।” এই সমস্যাটির সাথে আবদ্ধ হল বিটকয়েন (বিটিসি), বা আরও উপযুক্তভাবে, প্রার্থীদের দ্বারা প্রদর্শিত এটির বোঝাপড়া। দুর্ভাগ্যবশত, পয়লিভরই একমাত্র প্রার্থী ছিলেন যিনি খেলার বৃহত্তর বিষয়গুলির একটি বোঝাপড়া প্রকাশ করতে সক্ষম হন। বিটকয়েন দ্রুত রাজনৈতিক ফুটবলে পরিণত হচ্ছে একটি সাম্প্রতিক ভোটের অভিপ্রায় জরিপ জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন ল...

ডেস্টিনি

ছবি
    লেখনী :- বাদল মেঘ মন্ডল  হটাৎ দেখা। জানি না এভাবে এরূপে সম্ভব হবে কোনোদিন। শৈশবের জুনিয়র স্কুলে তে পড়া দুই বন্ধু। একজন ছিলো স্কুলে ফাস্ট বয় আর অন্যজন লাস্ট বেঞ্চের। একজন টেনেটুনে কোনো মতে পাশ। অন্যজন তখন ক্লাসের সেরা ছাত্র হয়ে স্যারে ম্যামের প্রশংসায় পঞ্চমুখ। অন্যজন মাধ্যমিক পরীক্ষা দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসেছে গন্তব্য দিল্লী। অভাবের সংসারে চাই কর্ম সংস্থান।  স্কুলের ফাস্ট বয়টার আজ মাধ্যমিকের ফল প্রকাশ। প্রত্যাশা মতোই ব্লকের সেরা নম্বর নিয়ে সে প্রথম। উচ্চ মাধ্যমিক টাও সফলতার সাথে গেলো উতরে। এবার উচ্চ শিক্ষালাভের স্বপ্ন। মধ্যবিত্ত বাবা সেই স্বপ্ন দেখানোর কান্ডারী। কিন্তু বিধি বাম। ভালো কলেজে এডমিশন পেতে গেলেও যে চাই টাকা। ইউনিয়নের পকেট মানি। পকেট পারমিটে ব্যর্থ মধবিত্ত বাবার ছেলেটা গ্রামের কলেজেই ইংরেজি অনার্স নিয়ে কোনো মতে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারলো। ভাগ্যিস সাথে ছিলো কয়েকটা টিউশনি, নাহলে এটাও হয়তো টাকার অভাবে মাঝ পথেই বন্ধ হয়ে যেতো। নাহ এবার চাই একটা চাকরি। একে একে প্রাইমারি, টেট, গ্ৰুপ ডি, গ্ৰুপ সি সবেতেই ফর্ম ফিলাপ সর্বতো প্রচেষ্টা কিন্তু ...

【এক ঝটকায় দেশের কয়েক কোটি মানুষ পথে বসতে চলেছে।।】

ছবি
দেশে যখনই দাঙ্গা হবে,, সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়া শুরু করে দিন।। দেখবেন কোনো না কোনো একটা কেলেঙ্কারি হতে চলেছে।।  CNBC চ্যানেলে একটা ছোট্ট খবর পরিবেশন করা হয়েছে,, অধিকাংশ মানুষের দৃষ্টি এড়িয়ে গেছে,, অন্যান্য চ্যানেলে এই বিষয়টি সম্বন্ধে কোনো আলোচনা নেই----- 24 শে ফেব্রুয়ারি 2022 সালে LIC (ভারতীয় জীবন বীমা নিগম) এর মোট ভ্যালুয়েশন দেখানো হয়েছিল 16 লাখ কোটি ইন্ডিয়ান রুপিজ।।  এরপর 13 ই এপ্রিল 2022 সালে LIC কম্পানীর মোট ভ্যালুয়েশন দেখানো হয় 11 লাখ কোটি রুপিজ।।  আজ,, 21 শে এপ্রিল 2022 এ দেখলাম LIC কম্পানীর সর্বমোট ভ্যালু দেখানো হয়েছে - 6 লাখ কোটি রুপিজ।।  বহুদিন থেকেই কানাঘুষা চলছে,, LIC আম্বানিকে উপহার হিসেবে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।।  আম্বানির নিজস্ব চ্যানেল CNBC এর খবর অনুযায়ী LIC এর মার্কেট ভ্যালু মাত্র 6 লাখ কোটি।।  মাত্র 2 মাস আগে যে কম্পানীর ভ্যালু 16 লাখ কোটি ছিলো,, সেই কম্পানীর ভ্যালু 2 মাসের মধ্যে 10 লাখ কোটি কমে গিয়ে,, মাত্র 6 লাখ কোটিতে নেমে এলো কিভাবে ??    জনগণকে বুলডোজারের খেলায় মাতিয়ে রেখে,, সরকার L...