পোস্টগুলি

#6G Technology লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

6G: মানবদেহেই লাগানো হবে সিম কার্ড ও চিপ! ২০৩০ সালের মধ্যে চালু হবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি

ছবি
6G এলে অকেজো হয়ে যাবে স্মার্টফোন, বদলে শরীরে লাগানো হবে সিম কার্ড ও চিপ। আসন্ন প্রযুক্তি নিয়ে চাঞ্চল্যকর দাবি Nokia-র সিইও পেক্কা লুন্ডমার্কের। বিশ্বের সমস্ত প্রান্তে এখনও পর্যন্ত 5G (৫জি) নেটওয়ার্ক লঞ্চ হয়নি, তবুও এরই মধ্যে 6G (৬জি)-কে কেন্দ্র করে মার্কেটে জোর জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে Nokia (নোকিয়া)-র সিইও পেক্কা লুন্ডমার্কের (Pekka Lundmark) 6G নিয়ে kora সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী এখন টেক দুনিয়ার আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আসলে কিছুদিন আগে দাভোসে অনুষ্ঠিত ‘World Economic Forum’ (ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম)-এ লুন্ডমার্ক জানিয়েছেন যে, ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে 6G প্রযুক্তি চালু হয়ে যাবে বলে তিনি আশা করছেন। এর পাশাপাশি এই ইভেন্টে স্মার্টফোনের ভবিষ্যৎ নিয়েও একটি বড়োসড়ো ঘোষণা করেছেন তিনি। তাঁর মতে, 6G নেটওয়ার্কের আগমন ঘটলে অকেজো হয়ে যেতে পারে স্মার্টফোন, অর্থাৎ আজকের দিনে ব্যবহৃত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ (পড়ুন নিত্য সঙ্গী) ডিভাইসটি তখন আর নাকি কোনো কাজেই লাগবে না! খুব স্বাভাবিকভাবেই Nokia-র সিইওর এই চাঞ্চল্যকর বিবৃতিতে টেক দুনিয়ায় রীতিমতো শোর...